রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অধিভুক্ত একটি অলাভজনক সেবাধর্মী প্রতিষ্ঠান। জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীম-এর অনুপ্রেরণায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এ প্রতিষ্ঠান দেশের উত্তরাঞ্চলের ডায়াবেটিক রোগীদের সেবায় এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ:
* ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল
* নার্সিং কলেজ
একদল দক্ষ সুশিক্ষিত আদর্শ নার্স তৈরীর মহান উদেশ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজ। প্রতিষ্ঠান রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজ বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অনুমোদন নিয়ে ২০১২-১৩ সেশনে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্স এবং ২০১৭-১৮ সেশনে বিএসসি ইন নার্সিং বেসিক কোর্স শুরু করে। বর্তমানে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সে ৮০টি সীট এবং বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সে ৪৫টি সীট রয়েছে। নার্সিং শিক্ষার প্রসার ও নার্সিং বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের সরকারী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন পোস্ট বেসিক কোর্স চালুর সিদ্ধান্ত নেয় এই লক্ষ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩০টি আসন বরাদ্দ পূর্বক পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স চালু করেছে।
এখানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল হাসপাতালে হাতে কলমে প্রশিক্ষণের সুবিধা পাবে। অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল/দেশের সরকারী/বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিকসমূহে চাকুরীর অবারিত সুযোগ রয়েছে।
আমাদের দেশে ছাত্র-ছাত্রীদের মূল লক্ষ্য থাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে একটি চাকুরী প্রাপ্তি। কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রীগণের চাকুরীর সুযোগ আমাদের দেশে সীমিত। ফলে প্রতি বছর বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশে এখনও প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্স-এর সংখ্যা অপ্রতুল। প্রতিযোগিতামূলক চাকুরীর বাজারে নার্সিং পেশায় রয়েছে অবারিত সুযোগ। দেশে ও বিদেশে রয়েছে চাকুরীর অপার সম্ভাবনা। বর্তমানে নার্সদের সরকারীভাবে ২য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেয়া হয়েছে। আমাদের আন্তরিক প্রয়াস একদল আদর্শ ও সুদক্ষ নার্স তৈরি করা, যারা দেশে এবং বিদেশে আর্ত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমাদের ছাত্র-ছাত্রীর মধ্য হতে অধিক সংখ্যক সিনিয়র স্টাফ নার্স পদে সরকারি চাকুরি প্রাপ্ত হয়েছে।
… বিস্তারিতCopyright © 2025 | Rajshahi Diabetic Association Nursing College
Development and Maintenance by Desktop IT