Nursing is one of the Fine Arts: I had almost said, the finest of Fine Arts.
-Florence Nightingale
আমি রোগী হয়ে দেখেছি, ঘুরে দেখেছি। আমাদের নার্সিং যেন আমাদের সমাজের জন্য একটি অসম্মানজনক পেশা। আমি বুঝতে পারি না এ সমাজ কি করে বাঁচবে। একটা মেয়ে দেশের খাতিরে নার্সের কাজ করছে ,তার সম্মান হবে না আর ভালো কাপড় চোপড় পরে যারা ঘুরে বেড়াবে তার সম্মান হবে অনেক উচ্চে, চেয়ারখানা তাকেই দেয়া হবে। এরও একটা মান থাকতে হবে। আমি ডাক্তার সাহেবদেরসাথে পরামর্শ করেছিলাম যে, আপনারা আমাকে একটা প্লান দেন যাতে আই এ পাশ এবং গ্রাজুয়েট মেয়েরা এখানে আসতে পারে।
-বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
* রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ নার্স তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির সামাজিক দায়বদ্ধতা থেকেই রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্দ্যোগে এখানে একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
* বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অনুমোদন লাভের পর ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়।
Copyright © 2025 | Rajshahi Diabetic Association Nursing College
Development and Maintenance by Desktop IT